চাঁদপুরঃ ‘এখন অথবা কখনো নয়’ সহ বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।
শনিবার রাত থেকে ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা।
জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘Comrades Now or Never.’
পৃথক আইডি থেকে পোস্টে তিনি লিখেছেন, ‘৩১ শে ডিসেম্বর শহীদ মিনার। ৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘Comrades, 31st DECEMBER! Now or Never.’
আরেক পোস্টে তিনি লেখেন ‘Proclamation of July Revolution 31st December Shaheed Minar -3:00 pm.’
এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, ‘এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইন শা আল্লাহ!’
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যরাও একই বিষয় নিয়ে তাদের ফেসবুকে প্রোফাইলে পোস্ট করছেন।
প্রতিদিনের চাঁদপুর/আরএ
মন্তব্য করুন